কলারোয়ায় আনন্দ মেলার নামে চলছে ২০ টাকার অবৈধ লটারি টিকিট বাণিজ্য

স্টাফ রিপোর্টার: সপ্তাহ ব্যাপি আনন্দ মেলার অনুমতি নিয়ে জেলা প্রশাসনের কঠোর নজরদারির পরেও কলারোয়া প্রেসক্লাব (একাংশ) নামের একটি সাংবাদিক সংগঠন অনুমতির দেওয়া শর্তকে তোয়াক্কা না করে চালাচ্ছে আনন্দ মেলার লটারি টিকিট। ২০ টাকা মূল্যের এই লটারি কিনতে বিভিন্ন লোভনীয় পুরষ্কার ঘোষনা করে চলেছে তারা।
সাতক্ষীরার কলারোয়ার একাংশ প্রেসক্লাবের আয়োজনে আনন্দ মেলার অনুমতি নিয়ে চলছে ২০ টাকার অবৈধ লটারি টিকিট বাণিজ্য।
সূত্র জানায়, কলারোয়া একাংশের প্রেসক্লাবের নামে মোসলেম নামের একজন সভাপতি পরিচয় দিয়ে বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করে বিক্রি করে চলেছে এই অবৈধ লটারি টিকিট। আর এই লটারির নেশায় স্বর্বশান্ত হতে চলেছে উপজেলার যুবসমাজ ও নিম্ন বিত্ত পরিবারের লোকজন।
সূত্র আরো জানায়, রাত গভীর হলেই মেলায় চলছে নগ্ন নৃত্য ও জুয়ার আসর। এদিকে লোভনীয় পুরষ্কার ঘোষনা করা এই ২০ টাকা দামের লটারি টিকিট কিনে সর্ব শান্ত হচ্ছে খেটে খাওয়া নিন্ম ও মধ্যবিত্ত পরিবারের লোকজন।
কলারোয়ার সচেতন মহলের দাবী, সর্বানাশা উঠাও বাচ্চা লটারি এখনই বন্ধ করা হোক। এই লটারির জন্য যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে।
এবিষয়ে কলারোয়া প্রেসক্লাবের সভাপতি (একাংশ) মোসলেমের কাছে জানতে চাইলে লটারির কথা অকপটে স্বীকার করেন এবং জুয়া অশ্লীল নৃত্যের কথা অস্বীকার করে বলেন, জেলা জার্নালিস্ট এসোসিয়েশন কর্মকর্তা জনৈক ব্যক্তি সাংবাদিকদের বিষয়টি দেখছেন, তিনি দেখা করবেন।
এদিকে সাতক্ষীরার একটি প্রাচীন ঐতিহ্যবাহি ক্লাবের নাম করে জনৈক সাংবাদিকদ্বয় প্রতিনিদিন টাকা তুলছেন।
এব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসনের এনডিসি সাংবাদিকদের জানান, মেলার অনুমতি দেওয়া হলেও সেখানে লটারির কোন অনুমতি নেই। বিষয়টি খতিয়ে দেখবেন জানান এই কর্মকর্তা।

Related posts

Leave a Comment