কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর) বিকাল ৫ টায় বে-সরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের আঞ্চলিক কার্যালয়ে সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সহ সভাপতি এ্যাডঃ জাফরুল্যাহ ইব্রাহিম, শেখ আনোয়ার হোসেন, সদস্য সৈয়দ মাহমুদুর রহমান, ঈলাদেবী মল্লিক, কনিকা রানী সরকার, দুর্নীতি প্রতিরোধ কমিটির বিষ্ণুপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, ভাড়াশিমলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক এস এম আহম্মদ উল্যাহ বাচ্ছু প্রমুখ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সমন্বয় সভায় মহান বিজয় দিবস, আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালনসহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।
কালিগঞ্জে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
