কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক যুগেরবার্তা পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি, বিশিষ্ট সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে তিনি সাতক্ষীরার মিল বাজার এলাকায় বিজিবি অফিসের সামনে ত্রিশ মাইলে (আইওএম ( রিম্যাপ) সাতক্ষীরার অফিসে) যাওয়ার পথে এ দুর্ঘটনায় পড়েন। স্থানীয় সুত্রে জানাগেছে, বিজিবি ক্যাম্পের বিপরিতে মাগুরা সড়ক দিয়ে একটি ব্যাটারী চালিত মটরভ্যান দ্রুত মূল সড়কে আসলে তিনি হৎচকিৎ হয়ে গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যান। এসময় তিনি বাম পায়ের হাটু, বাম হাতের কনুইতে আঘাত প্রাপ্ত হন, এছাড়া তার বাম হাতের কলারবন্ড সরেগিয়ে ক্ষতিগ্রস্থ হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন। তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন।
কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল সড়ক দুর্ঘটনায় আহত
