কিয়ারার নাম ছিল আলিয়া

বিনোদন ডেস্ক : কিয়ারা যদি স্বনামেই আসতেন বলিউডে, তবে লেগে যেত বিপত্তি। কারণ, কিয়ারার মূল নাম যে আলিয়া। ওদিকে মহেশ ভাটকন্যা আগেই বলিউডে আলিয়া নামে প্রতিষ্ঠিত। তাই কিয়ারা আদভানি বলিউডে তাঁর নাম ‘আলিয়া’ পাল্টে হয়ে গেলেন কিয়ারা।

বলে রাখা ভালো, কিয়ারা নামটির বেশ প্রেমে পড়েছিলেন কিয়ারা আদভানি। তাই নিজের মেয়ের নাম এই নামে রাখতে চেয়েছিলেন তিনি। কিন্তু নিজের নামই যেহেতু পাল্টাতে হচ্ছে, তাই নিজের নামই রেখে দিলেন আলিয়া। সম্প্রতি করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ধর্ম প্রোডাকশনের অফিসে বসে প্রথম আলোর মুম্বাই প্রতিনিধির কাছে নিজের নামের রহস্য ফাঁস করেন এই বলিউড অভিনেত্রী। তিনি বলেন, ‘আনজানা আনজানি ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার অভিনীত চরিত্রের নাম ছিল “কিয়ারা”। আর নামটা আমার খুব মনে ধরেছিল। তাই ভেবে রেখেছিলাম নিজের মেয়ে হলে কিয়ারা নামটা রাখব।’ কিন্তু কিয়ারার বিয়ের এখনো ঢের বাকি। তা নিয়েও জানালেন কিয়ারা। বললেন, ‘আমি যখন বলিউডে পা রাখতে যাচ্ছি, তখন আলিয়া চলে এসেছে। তাই ভাবলাম একই নামে দুই নায়িকা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। তাই নিজের নামটা বদলে ফেলাই একমাত্র মাথায় আসে। তাই ভাবলাম বিয়ে হয়ে মেয়ে হতে এখন ঢের দেরি। আর আমার যখন মেয়ে হবে, তখন আরও ভালো ভালো নাম পেয়ে যাব। তাই আমি নিজের নামই কিয়ারা রেখে দিই।’

কিয়ারা এখন দুর্দান্ত সময় পার করছেন। এই বলিউড নায়িকা বলেন, “লাস্ট স্টোরিজ” ওয়েব সিরিজটি আমাকে ভালো অভিনেত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছে। আর কবির সিং আমাকে মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছে। সম্প্রতি চণ্ডীগড়ে গুড নিউজ ছবির প্রচারণার জন্য অক্ষয় কুমারের সঙ্গে গিয়েছিলাম। সেখানে এক কনসার্টে আট হাজারের মতো দর্শক ছিলেন। সকলের মুখে ছিল “প্রীতি” (কবির সিং ছবিতে কিয়ারার চরিত্রের নাম) বলে চিৎকার।’
২৭ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে কিয়ারা আদভানি অভিনীত গুড নিউজ ছবিটি। রাজ মেহেতা পরিচালিত এই ছবিতে কিয়ারা ছাড়া অক্ষয় কুমার, কারিনা কাপুর খান এবং দিলজিৎ দোসাঞ্জ আছেন।

Related posts

Leave a Comment