খুলনা জেলায় ৮৭৫ জন হোম কোয়ারেন্টাইনের আওতায়

খুলনা জেলা এলাকায় গতকাল সোমবার সন্ধ্যা সাতটা পর্যন্ত ৮৭৫ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। জেলা পুলিশের দেয়া এক তথ্যে একথা জানা যায়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: আনিচুর রহমান বলেন, হোম কোয়ারেন্টাইনে থাকা ৮৭৫ জনের মধ্যে ১৬৯ জন বিদেশ ফেরত ব্যক্তির ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় জেলা সিভিল সার্জন অফিসের পরামর্শক্রমে তাদেরকে কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি দেয়া হয়। বর্তমানে ৭০৬ জন বিদেশ ফেরত ব্যক্তির হোম কোয়ারেন্টইন চলমান আছে বলেও তিনি জানান। এছাড়া গত ২৪ ঘন্টায় মোট ১৫ জন বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইন করা হয়।

সূত্র : দৈনিক পূর্বাঞ্চল

Related posts

Leave a Comment