স্টাফ রিপোর্টার: “জনশুমারিতে তথ্যদিন পরিকল্পিত উন্নয়নে অংশ নিন” এই শ্লোগানে প্রথমবারের মত ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার ২য় ধাপের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯ টায় শহরের ইটাগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পৌর ৯ নং ওয়ার্ডের সুপারভাইজার এবং গণনাকারীদের ৪দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরআগে ১ম ধাপে গত ৪ জুন ৮ নং ওয়ার্ডের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। সমাপনী অনুষ্ঠানে পরিসংখ্যান অফিসের জোনাল অফিসার মোঃ নুরউদ্দিনের সভাপতিত্বে ও ৮ নং ওয়ার্ডের সুপারভাইজার রফিকুল ইসলামের পরিচালনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন পৌর প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিসংখ্যান অফিসের কর্মকর্তা আবু তালেব। সম্মানীত অতিথি ছিলেন ইটগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল, বিশিষ্ট সাংবাদিক ও উন্নয়ন কর্মী ফারুক রহমান, দৈনিক কালের চিত্র পত্রিকার মফস্বল বার্তা সম্পাদক ও দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি মেহেদী আলী সুজয়, যুগের বার্তার মফস্বল বার্তা সম্পাদক ও ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি খন্দকার আনিসুর রহমান। উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড পরিসংখ্যান অফিসের সুপারভাইজার শাহিনুর রহমান, সুপারভাইজার শরিফুল ইসলাম, আইটি সুপারভাইজার মীর শাহরিয়ার প্রমূখ। কর্মশালায় ৮ নং ওয়ার্ডের ১ম ধাপে ৬৬ জন ও ৯ নং ওয়ার্ডে ২য় ধাপে ৫৪ জন মোট ১৩০ জন সুপারভাইজার ও গণনাকারী উপস্থিত ছিলেন। এরআগে গত ৯ জুন ৯ নং ওয়ার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিকউদৌলা সাগর। আগামী ১৫ থেকে ২১ জুন পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এই জনশুমারি ও গৃহগণনা করা হবে। এ জন্য সকলকে তথ্য দেওয়ার আহবান জানানো হয়।
জনশুমারি ও গৃহগণনার প্রশিক্ষণ কর্মশালার সমাপনী
