দেবহাটা প্রতিনিধিঃ দেবহাটা থানা পুলিশের অভিযানে ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ জন আটক হয়েছে। আটককৃত আসামীর বিরুদ্ধে দেবহাটা থানার এসআই আবু হানিফ বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে ৪ ডিসেম্বর ২০ ইং শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে এসআই (নিঃ) আবু হানিফ দেবহাটা থানার বহেরা গ্রামের লুৎফর রহমানের ছেলে হাবিবুর রহমান মিলন (৩২) এর বসতঘর থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৮০ (আঁশি) বোতল ফেন্সিডিল উদ্ধার করেন এবং হাবিবুর রহমান মিলনকে গ্রেফতার করেন। এ ঘটনায় এসআই আবু হানিফ বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন।
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা ফেন্সিডিল আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে।