দেবহাটায় মৎস্য ডিপোতে ইউএনওর মোবাইল কোর্টে ১০হাজার টাকা জরিমানা
আর.কে.বাপ্পা, দেবহাটা প্রতিনিধি ॥ দেবহাটায় মৎস্য ডিপোতে ইউএনওর মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সকাল সাড়ে ১১টায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে পারুলিয়া মৎস্য ডিপোতে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শেখ আব্দুল হামিদ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আবু বকর সিদ্দিক প্রমুখ।
এসময় যমুনা ফিস ডিপোতে মাছ ভিজিয়ে রাখার অপরাধে দশ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান জানান, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পারুলিয়া মৎস্য ডিপোতে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।