পাইকগাছা প্রতিনিধিঃ মন্ত্রীপরিষদ বিভাগের আওতায় খুলনা জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সম্প্রসারণ এর লক্ষ্যে কালিগঞ্জ মডেল সংক্রান্ত অনলাইন প্রশিক্ষণ জুম এ্যাপস এর ব্যবহারের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ড বাংলাদেশ সচিবলায় আয়োজনে উক্ত প্রশিক্ষণে কোভিড-১৯ এর স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা গ্রহণ করে পাইকগাছায় জুম এ্যাপসে সংযুক্ত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কবির হোসেন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, গাজী জুনায়েদুর রহমান ও কেএম আরিফুজ্জামান তুহিন সহ ১০টি ইউনিয়ানের চেয়ারম্যানগণগণ, পৌর সচিব মোঃ লিয়াকত আলী সহ ইউপি সচিবগণ এবং ইউনিয়ান পরিষদের উদ্যোক্তাবৃন্দ।
পাইকগাছায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে জুম কনফারেন্সে প্রশিক্ষণ অনুষ্ঠিত
