ডেস্ক রিপোর্ট :সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ মাসুদ রানাকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ব্যাপারে পাটকেলঘাটা থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।
পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক যুগের বার্তা’র পাটকেলঘাটা প্রতিনিধি সৈয়দ মাসুদ রানাকে তার ব্যবহৃত ০১৭১৮১৪৮৪১৬ মোবাইল নাম্বারে অজ্ঞাতনামা ০১৯১০৫৮৭০৪৭ নাম্বার থেকে হুমিক দিয়ে বলে “যা খাবি খেয়ে নে, আমি তোকে উপরে নিয়ে আসবো” তুই মৃত্যুর জন্য প্রস্ততি নে। এছাড়া অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ ঘটনায় সাংবাদিক সৈয়দ মাসুদ রানা আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পাটকেলঘাটা থানায় একটি সাধারন ডায়েরী করেছে। যার নং- ৬২০ তাং-১৬.১০.২০। এ ধরনের ঘটনায় সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও ০১৯১০৫৮৭০৪৭ ব্যবহৃত নাম্বারের ব্যক্তিতে আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত শাস্তির দাবী জানিয়েছে।
পাটকেলঘাটায় সাংবাদিক মাসুদ রানাকে হত্যার হুমকি
