সৈয়দ মাসুদ রানা, পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগর নামক স্থানে সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত কলেজ শিক্ষক ফকির আহম্মেদ শাহ (৬০) পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে সাতক্ষীরার বাসা থেকে মাহেন্দ্র যোগেকর্মস্থল পাটকেলঘাটা কলেজে আসার পথে ভৈরব নগর মোড় নামক স্থানে পৌঁছালে পিছন দিকে থেকে দ্রত গতির যাত্রীবাহী বাস মাহেন্দ্রকে ধাক্কা দিলে মাহেন্দ্রটি উল্টে যায়। এসময় তিনি ঘটনাস্থলে মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করান। পরবর্তিতে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত খুলনা মেডিকেল কলেজে ভর্তি করার উদ্দেশ্যে নিয়ে গেলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায়, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন ঘাতক বাসটি থানা হেফাজতে নেয়া রয়েছে। তবে চালক বা হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি।