ডেস্ক রিপোর্টঃ সাতক্ষীরা পৌরদীঘিতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ ৩ ঘন্টা পর উদ্ধার করেছে ডুবুরিদল। নিহত যুবক সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশ মহিবুল্লাহ তরু (৪২)। তিনি সদর উপজেলার মাছখোলা গ্রামের মৃত ঈমান আলী শেখের ছেলে।
রোববার (২২ আগষ্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর সাব রেজিস্ট্রার মশিয়ার রহমান, নকল নবিশ মহিবুল্লাহ সহ তিনজন পৌরদীঘিতে গোসল করতে নামেন। সাঁতার কাটার এক পর্যায়ে মহিবুল্লাহ নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস চলে আসলেও ডুবুরি না থাকায় তারা উদ্ধার কাজ চালাতে ব্যর্থ হয়।
পরে খুলনার থেকে ডুবুরি দল এসে রাত ১১.১০টায় দিকে নিখোঁজ মহিবুল্লা তরুর মরদেহ উদ্ধার করে। পরে তার মৃত দেহটি সদর হাসপাতালে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।