প্রেস্টিজ মটর ও ওয়ারিয়ার্স ক্লাবের পক্ষে সাফ জয়ী সাবিনাকে সংবর্ধনা

আজিজুল ইসলাম ইমরানঃ
সাতক্ষীরায় এ সি আই মটরের অথোরাইজ ডিলার প্রেস্টিজ মটর ও ওয়ারিয়ার্স ক্লাবের পক্ষ থেকে সাফ জয়ী সাতক্ষীরার বাঘিনী কন্যা সাবিনাকে সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে। শনিবার সন্ধা ৬.৩০ মিনিটে সদরের কুকরালি মোড়ে অবস্থিত ইয়ামাহা শোরুমে এ সংবর্ধনা প্রদান করা হয়।
প্রধান অতিথি উপস্থিত থেকে সাফ জয়ী বাংলাদেশ ফুটবল দলের কেপ্টেন সাতক্ষীরার বাঘিনী কন্যা সাবিনাকে ক্রেষ্ট তুলে দেন সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক যুগের বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, প্রেস্টিজ মটরের স্বত্বাধিকারী ও ওয়ারিয়ার্স ক্লাবের সভাপতি আবু নাসের মোহাম্মদ আবু সাঈদ।
এ সময় সাবিনা বলেন এ বিজয় সাতক্ষীরা জেলা বাসির এ বিজয় বাংলাদেশের।
উল্লেখ্যঃ সাফ জয়ী বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক সাতক্ষীরার বাঘিনী কন্যা সাবিনা সাতক্ষীরা ওয়ারিয়ার্স ক্লাবের সেক্রেটারি।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ক্রিয়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সাইদুর রহমান, প্রেস্টিজ মটরের ম্যানেজার এম এ শাহিন, ইয়ামাহা রাইডার ক্লাবের এ্যাডমিন প্যানেল সহ আরও অনেকে। পুরো অনুষ্ঠানেটি সঞ্চালনা করেন এম এ শাহিন।

Related posts

Leave a Comment