স্টাফ রিপোর্টার: স্বাধীনতা শিক্ষক পরিষদ স্বাশিপ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে সংগঠনের ১২ তম জন্মদিন উপলক্ষে কেক কেটা ও আলোচনা সভার মাধ্যমে পালন করা হয়।
স্বাধীনতা শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি প্রভাষক এম সুশান্তের সভাপতিত্বে ও সদর উপজেলা স্বাশিপের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক গাজী শাহজাহান সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রশিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জাহিরুল আলম, সাংগঠনিক সম্পাদক পার্থসারথি সেন, শিক্ষক মন্ময় মনির, পাল শুভাশিস, সূর্যকান্ত রায়, অমল বিশ্বাস, নাজমা আক্তার, নাসির উদ্দিন, ননীগোপাল, নির্মল চন্দ্র মন্ডল, সুকুমার রায়, খন্দকার আনিসুর রহমান প্রমুখ।