ডেস্ক রিপোর্ট:“কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” এ প্রতিপাদ্যকে সামনে রেখে, ধান চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় আনন্দ র্যালী ও আলোচনা সভা করেছে সাতক্ষীরায় জেলা কৃষক লীগ।
মঙ্গলবার সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে র্যালীটি বের হয়ে সংগীতা মোড় হয়ে খুলনা রোড মোড়ে শেষ হয়।
পরে খুলনা রোডের বঙ্গবন্ধু মোড়াল চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি বিশ^জিৎ সাধু, সাধারণ সম্পাদক মুনজুর হোসেন, যুন্ম সাধারণ সম্পাদক এস এম রেজাউল ইসলাম, যুন্ম সাধারণ সম্পাদক হেদায়াতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ পলাশ, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি তাজমিনুর রহমান টুটুল, সাধারণ সম্পাদক শেখ আবু রাইহান, শেখ আনছার আলী, আলমগীর হোসেন জুয়েল, বাবলুর রহমান খন্দকার আনিসুর রহমান প্রমূখ।
সাতক্ষীরায় কৃষক লীগের আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
