স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা শহরের কাটিয়া চৌধুরীপাড়ার একটি বাড়ি থেকে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকায় এক নারী ও পুরুষ আটক হয়েছে।
আটককৃত নারী কালীগঞ্জ থানাধীন কাটপুকুরিয়া এলাকার ঐ নারী ও সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়া এলাকার মোকছেদ হোসেনের ছেলে মহসিন হোসেন।
সূত্রে জানা যায়, কাটিয়া চৌধুরী পাড়ার একটি বাড়ীতে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকা অবস্থায় এলাকাবাসী তাদের আটকে রেখে কাটিয়া পুলিশ ফাঁড়ির পুলিশকে জানালে পুলিশ তাদেরকে আটক করে সাতক্ষীরা সদর থানায় প্রেরন করে।
এবিষয়ে কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।