স্টাফ রিপোর্টার: জেলার শ্যামনগর-মুন্সিগঞ্জ সড়কের ক্লিনিক মোড় নামক স্থানে ঘটে একটি দূর্ঘটনার প্রকৃত ঘটনা আড়াল হওয়ার ফলে বিভিন্ন হয়রানি থেকে রক্ষা পেতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ট্রাক মালিক সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার পূর্ব নলতার খান আব্দুল জব্বার এর ছেলে খান মো: জলিলুর রহমান। তার দাবী ট্রাকের সাথে মটর সাইকেলের কোন সংঘর্ষ হয়নি। দু’টি মটর সাইকেলের মধ্যে সংঘর্ষ হয় এবং একটি মেয়ে ছিটকে ট্রাকের নিচে পড়ে আঘাতপ্রাপ্ত।
ট্রাক মালিক খান মো: জলিলুর রহমান জানান, গত ৭ মে ২০২২ শনিবার বিকাল ৫ টার সময় শ্যামনগর-মুন্সিগঞ্জ সড়কের ক্লিনিক মোড় নামক স্থানে মুন্সিগঞ্জ থেকে মটর সাইকেল যোগে আবুল জামাল তার দুই বোনকে নিকে শ্যামনগর যাওয়ার পথে ক্লিনিক মোড়ের সাইড রোড থেকে আসা অন্য একটি মটর সাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে উভয় মটর সাইকেলের যাত্রী ছিটকে পড়ে যায়। আছিয়া (১০) ছিটকে মন্সিগঞ্জগামী একটি ট্রাকের তলায় পড়ে। ট্রাকের ড্রাইভার অনেক চেষ্টার পরও তার ডান পায়ে উপর দিয়ে ট্রাকটি চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় আছে। ট্রাক নং-যশোর ট-১১-৫২৩৮। ট্রাকের সাথে মটর সাইকেলের সংঘর্ষের কোন ঘটনায় ঘটেনি। ট্রাকটি বর্তমানে শ্যামনগর থানায় আটক আছে। ট্রাকটি দেখলেই সকলে বুঝতে পারবে ট্রাকের সাথে কোন সংঘর্ষ হয়নি। মূলত মেয়েটি ছিটকে ট্রাকের নিচে পড়ে। ড্রাইভার দক্ষ হওয়ায় সামনের চাকা থেকে মেয়েটি রক্ষা পেলেও পেছনের চাকায় পিষ্ট হয়ে তার পা ক্ষতিগ্রস্থ হয়। থানা পুলিশ ট্রাক ও আবুল কালামের রেজি: বিহীন একটি মটর সাইকেল জব্দ করলেও অপর একটি মটর সাইকেল আটক করতে পারেনি । ক্লিনিক মোড়ের হাজার হাজার মানুষ ও কয়েকজন জনপ্রতিনিধি এই ঘটনার স্বাক্ষী। ঘটনাটি সঠিক ভাবে তদন্ত করলে প্রকৃত ঘটনাটি উ˜্ঘাটন হবে। এজন্য তিনি জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
সড়ক দূর্ঘটনার প্রকৃত ঘটনা আড়াল করে হয়রানি||প্রশাসনের হস্তক্ষেপ কামনা
